এ আর রহমানের অফিস থেকে রানুর কাছে ফোন – খুশিতে ভরপুর রানু। তাঁর সঙ্গে গলা মেলাতে পারেন সোনু নিগমও।

রানু মণ্ডল জানান, তাঁর কাছে একাধিক মিউজিক কোম্পানি থেকে একের পর এক ফোন আসছে।
জানা গিয়েছে, বাংলা, হিন্দির পাশাপাশি তাঁর কাছে দক্ষিণী ছবিতেও গান গাওয়ার প্রস্তাব এসেছে।

রানু মণ্ডলের ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী জানান, এ আর রহমানের অফিস থেকে এবং সোনু নিগমও এই ভাইরাল গায়িকার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে অতীন্দ্রই রানুর কেরিয়ার সামলাচ্ছেন।

আরও পড়ুন-হিমেশের সুরে ‘আশিকি মে তেরি’ রিমেক গাইলেন রানু

