ব্যারাকপুর নিয়ে সাংবাদিক বৈঠকে কী বললেন মুকুল?

এবার ব্যারাকপুর কাণ্ড নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন ব্যারাকপুর কাণ্ডের জন্য মুকুল সরাসরি দোষারোপ করেন ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং-এর উপর। মুকুল আরও বলেন, এই অশান্তির জন্য দলগত হবে তাঁরাও আইনের ব্যবস্থা নেবেন।

তবে মুকুলের এই সাংবাদিক বৈঠকের পরই তাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরও। তৃণমূলের পক্ষ থেকে মুকুলকে উদ্দেশ্য করে বলা হয়, যাঁর বাড়ি ব্যারাকপুর এলাকায়, তিনি দিল্লিতে বসে সাংবাদিক বৈঠক করেন। বারাকপুর লোকসভার ভোটারও নন তিনি। নিজের এলাকা ছেড়ে দিল্লির ভোটার হয়েছেন। তার কোনও অধিকার নেই ব্যারাকপুর নিয়ে কথা বলার।

আরও পড়ুন-বিজেপিরও কি আত্মসম্মান নেই, নাকি দলবদলু ছাড়া চলার যোগ্যতা নেই?

 

Previous articleবিজেপিরও কি আত্মসম্মান নেই, নাকি দলবদলু ছাড়া চলার যোগ্যতা নেই?
Next articleএ আর রহমানের অফিস থেকে রানুর কাছে ফোন