কবে সলমন খানের ছবি মুক্তি পাবে সেই নিয়ে সারা বছরই তাঁর ভক্তদের মধ্যে কৌতুহলের শেষ থাকে না। সামনের বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সলমন খান অভিনীত ছবি ‘কিক 2’। । কিন্তু পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়ে দিয়েছেন, ‘কিক 2’ সামনের বছর ঈদে মুক্তি পাচ্ছে না। ভক্তরা কিছু নিরাশ হলেও সাজিদ জানিয়েছেন, তিনি সলমনের বাড়িতে একদিন গিয়েছিলেন দেখা করতে, সেখানে সলমন কে জানান “খসড়া লেখার কাজ এখনও চলছে, আরও কয়েক মাস লাগবে শেষ করতে। খসড়া লেখার কাজ শেষ হলেই কাজ শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন-মহানায়ক আজও ‘এভারগ্রিন’
