মোদির সেই ‘চায়ের দোকান’ এবার দেশের পর্যটন মানচিত্রে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছেলেবেলার যে সব গল্প প্রচারিত, তার অন্যতম গুজরাটের ভাবনগর স্টেশনে তাঁর চায়ের দোকান এবং চা বিক্রির গল্প। দেশজুড়ে আর্থিক মন্দা যতই প্রকট হোক, এবার সেই চায়ের দোকানটিকে আন্তর্জাতিকস্তরের পর্যটন স্থলে পরিণত করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, গুজরাটের ভাবনগর স্টেশনে থাকা মোদির সেই ‘চায়ের দোকান’-এর আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে। দেশের পর্যটন মানচিত্রেও ঢুকছে এই চায়ের দোকান। দোকানের পাশে ফলক প্রতিষ্ঠা করে বলা হবে, এই সেই চায়ের দোকান, যেখান থেকে যাত্রা শুরু করে নরেন্দ্র মোদি আজ দেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত ভাবনগর স্টেশনের চায়ের দোকানের পাশাপাশি স্টেশনটিরও সংস্কার করা হচ্ছে।

*ছবিঃ সংগৃহীত*

Previous articleহিমেশের সুরে ‘আশিকি মে তেরি’ রিমেক গাইলেন রানু
Next articleকৃষ্ণনগরে চা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ