পাঠ প্রতিক্রিয়া 

বইয়ের নাম: কলেজ স্ট্রিট কফি হাউস

লেখক: মানস ভাণ্ডারী

প্রকাশক: শব্দ প্রকাশন

হার্ডকভার, 78 পৃষ্ঠা (18.7 সেমি X 11.6 সেমি), 135/- টাকা

বইপাড়ায় গেলেই দুটো জায়গা চুম্বকের মতো করে টেনে নেয় তাবৎ মানুষকে। এর একটি হল প্যারামাউন্ট, অন্যটি কফি হাউস। প্রথমটি তৃষ্ণা মেটায়, দ্বিতীয়টি কিন্তু কফি-সিগারেট-আড্ডা দিয়ে মনের তৃষ্ণা বাড়িয়ে তোলে। সেই কফি হাউস নিয়ে একদা প্রকাশিত হয়েও হারিয়ে গেছিল মানস ভাণ্ডারী’র একটি লেখা। সেটি আবার ফিরে এল আমাদের কাছে এই ছোট্ট হার্ডকভারের চেহারায়।

ঠিক কী-কী আছে এই বইয়ে?

বইয়ের প্রথম অধ্যায়টি একেবারেই চলমান জীবনের দলিল। আমি-আপনি কফি হাউসে ঢুকেই যা দেখি-শুনি, তার কথা বলে, খাঁটি আড্ডার মতো করেই বইয়ের ভেতরে আমাদের টেনে নিয়েছেন লেখক।

দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কফি হাউস নামক প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী ঐতিহ্যের এক ঝলক। সেখান থেকে কথা হয়েছে কলকাতার অন্যান্য কফি হাউস গড়ে ওঠার ইতিহাস ও ভূগোলের নিয়ে। তবে এ আলোচনা মুহূর্তেও জন্য নীরস হয়নি। একের-পর-এক অ্যানেকডোটে লেখাটা এগিয়েছে তরতর করে।

তৃতীয় অধ্যায় সিংহাবলোকন করেছে বইপাড়ার ইতিহাসের দিকে।

চতুর্থ অধ্যায়টি মনোনিবেশ করেছে কফি হাউসের অতীত ও বর্তমানের কথা বলায়। সেই সূত্রেই আমরা দেখেছি, কীভাবে বদলে যাওয়া সময়ের অভিঘাতে এই প্রতিষ্ঠান বারবার বিপন্ন হয়েছে, আবার বেরিয়েও এসেছে অন্ধকার ও অনিশ্চয়তার গহ্বর থেকে।

পঞ্চম অধ্যায় দৃষ্টিপাত করেছে এই প্রতিষ্ঠানকে ঘিরে বাঙালির নস্ট্যালজিয়ার প্রতি। অবধারিতভাবে এই অংশেই এসেছে গৌরীপ্রসন্নের লেখায়, মান্না দে’র কণ্ঠে গীত সেই অবিস্মরণীয় গানটি।

কফি হাউস এখনও কি এপার বাংলার বাঙালির বৌদ্ধিক দীপ্তিতে ভাস্বর হয়? নাকি মোহিনীমোহন কাঞ্জিলাল-এ কেনাকাটা সেরে খিদে মেটানোর জন্য মোগলাই পরোটার বন্দোবস্ত করাই তার ভবিতব্য? এই নিয়ে বিতর্ক হোক। তবে এই বইটা কেনার প্রয়োজনীয়তা নিয়ে কোনো তর্ক থাকার কথাই নয়। কফি হাউস তথা বইপাড়া নিয়ে এমন ছোট্ট একটি তথ্যপূর্ণ আর সরস বই থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

একেবারে নবকলেবরে, অতি চমৎকার প্রচ্ছদ, মুদ্রণ ও বাঁধাইয়ের সাহায্যে বইটি পাঠকের কাছে ফিরিয়ে আনার জন্য নবীন প্রকাশনা সংস্থা ‘শব্দ প্রকাশন’ আমাদের কাছে ধন্যবাদার্হ হলেন।

বইটি পাওয়া যাচ্ছে:
কলেজ স্ট্রিটে:

অরণ্যমন প্রকাশনী
দে বুক স্টোর
দে’জ পাবলিশিং
খোয়াবনামা বইঘর
সুপ্রকাশ বইঘর
পাতাবাহার

এছাড়া ভারতের যেকোন প্রান্ত থেকে অর্ডার করলেই বাই পোস্ট বইটি পৌঁছে যাবে পাঠকের কাছে।
যোগাযোগ: 7003028344
WhatsApp-এ অর্ডার করুন: 9851741215

অনলাইনেও অর্ডার করা যাবে:

https://thinkerslane.com/product/college-street-coffe-house/

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.boichoi.com%2FCollege_Street_Cofee_House%3Ffbclid%3DIwAR2DCSaA2-_UqS68wJkEPX6eA0q-iD42XJ8VMh6ymi0jul5xpJMnzAz6Ul8&h=AT17JZKr0BymaY6Ls5mTxcymgYwtwZqwfw6dFQC0-HAmVwObhufV-TFvt4j9HTOssEcjaySqJ8sb8aN92yhmtHQxjTZtGb-vtVAUQc7_tN9l_cxYzULgK65dsEU9rqflZutUTE1_kA6mkkfMhG0plA

https://bookiecart.com/product/college-street-coffee-house-by-manas-bhandari/

https://www.boichoi.com/College_Street_Coffee_House

https://www.byblo.in/product/college-street-coffee-house/https://www.facebook.com/415646582557167/posts/464828857638939/?

refid=12https://www.boichoi.com/College_Street_Coffee_Househttps://boighar.in/product/college-street-coffee-house/https://www.facebook.com/532137410548249/posts/728463307582324/

 

 

Previous articleরাতেই অর্জুন সিংকে দেখতে হাসপাতালে গেলেন সব্যসাচী দত্ত
Next articleবিজেপিতে মুখ বাঁচাতে এখন দলবদলু মুকুলই ভরসা শোভনের!