রাতেই অর্জুন সিংকে দেখতে হাসপাতালে গেলেন সব্যসাচী দত্ত

বিজেপি-যোগ বা তৃণমূল-বিরোধিতা আরও স্পষ্ট হচ্ছে।

বিজেপি নেতাদের আমন্ত্রণ করে পুজো উদ্বোধনের পর সোমবার রাতেই অসুস্থ বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখতে হাসপাতাল গেলেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত।
বিধায়ক এবং সল্টলেকের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের কার্যকলাপে প্রমান হচ্ছে রাজনৈতিক শিবির বদলাতে তিনি তৈরি। সোমবার রাতে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভরতি জখম বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখতে গিয়ে তা আরও একবার বোঝালেন সব্যসাচী। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা মুকুল রায় এবং এরাজ্যের দলের পর্যবেক্ষক অরবিন্দ মেনন, শীর্ষ তিন ব্যক্তিত্ব সোমবার বিকেলে সব্যসাচীর পুজোর মণ্ডপে গিয়ে ফিতে কেটে এসেছেন। এরপর রাতেই সব্যসাচী দত্ত যান অর্জুন সিংকে দেখতে। সেখানে দু’জনের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে কথাবার্তা হয় বলে সূত্রের খবর। আক্রান্ত হওয়ার জন্য বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে গোড়া থেকেই দায়ী করেছেন অর্জুন সিং। সব্যসাচীর সঙ্গে কথা বলার সময়ে সাংসদ তাঁর কাছেও এই অভিযোগ জানান বলে সূত্রের খবর।

Previous articleমেট্রো-বিপর্যয় সামাল দিতে মুম্বই থেকে এলেন সুড়ঙ্গ-বিশেষজ্ঞরা
Next articleপাঠ প্রতিক্রিয়া