চোর খুঁজতে গিয়ে খাটের তলা থেকে ধৃত প্রেমিক! চিনিয়ে দিলো একপাটি জুতো

এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। চোর খুঁজতে গিয়ে ধরা পড়লো প্রেমিক! গৃহবধূর খাটের তলা থেকে বেরিয়ে এলো তাঁর প্রেমিক। আর প্রেমিককে ধরিয়ে দিল তারই একপাটি জুতো। এমনই নাটকীয় ঘটনা ঘটেছে সোনারপুরের মালঞ্চ এলাকার একটি বাড়িতে

আরও পড়ুন-ড্রাফটের মাধ্যমে সারদার টাকা ফেরালেন শতাব্দী

অচেনা একপাটি জুতো দেখে সন্দেহ হয় বাড়ির লোকেদের। বাড়িতে চোর আসেনি তো? এরপর খোঁজ খোঁজ রব! আর তারপরই যা হল, তাতে চোখ কপালে ওঠার যোগাড়!

বাড়িতে অচেনা লোক এসেছিল বটে! কিন্তু সে চোর নয়। বাড়ির বৌমার প্রেমিক! ধরাও পড়েন বৌয়ের ঘর থেকেই! তাও আবার খাটের তলা থেকে। ধরা যখন পরেই গেছে, তখন কী আর করা যাবে। প্রেমিকের সঙ্গে মিলে জা, ভাসুরের ওপর হামলা করেন বাড়ির বৌ। চলতে থাকে বেধরক মার! শেষযপর্যন্ত সোনারপুর থানার পুলিশ এসে বাড়ির বৌ ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন-বিধানসভার লবিতে দাঁড়িয়ে বউবাজার নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী