চাঁদের দিকে আরও 15 কিলোমিটার এগোলো বিক্রম ল্যান্ডার

চাঁদের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-২। মঙ্গলবার সকাল ,,8 টা 50 মিনিটে প্রথম ডিঅরবিটিং হল বিক্রম ল্যান্ডারের।একটি কক্ষপথ থেকে নির্দিষ্ট আর একটি কক্ষপথে যাওয়াকেই বলে ডিঅরবিটিং।

2 রা সেপ্টেম্বর অরবিটার থেকে আলাদা হয় ল্যান্ডার। এরপর আগের কক্ষপথ থেকে ১৫ কিলোমিটার চাঁদের দিকে এগিয়ে গেল সে। এরপর পর্যাক্রমে আরও কয়েক টি ধাপ অতিক্রম করে ৭ সেপ্টেম্বর চাঁদে নামবে বিক্রম ল্যান্ডার।

পরিকল্পনা মাফিকই এগোচ্ছে বিক্রম ল্যান্ডার। গতকাল 119×127 কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে ছিল অরবিটার ও ল্যান্ডার। বিক্রম ল্যান্ডারের ভেতরেই রয়েছে প্রজ্ঞান রোভার। সোমবার অরবিটার ও ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছিল, তারা একই কক্ষপথে সামনে পিছনে অবস্থান করে চাঁদকে প্রদক্ষিণ করছিল। এবার সেখান থেকে ল্যান্ডারকে চাঁদের মাটিতে নামানোর দিকে সফলভাবে আরওএক পর্যায় এগিয়ে গেল ইসরো।

Previous articleNews@Dinner
Next articleপতিতদার সঙ্গে আর দেখা হল না, কুণাল ঘোষের কলম