সংশোধানাগারের খাবারের মান নিয়ে এর আগে বহু বার প্রশ্ন উঠেছে। এবার সেই বিষয়ে বিতর্কে জড়ালেন কারা মন্ত্রী উজ্বল বিশ্বাস। বুধবার বিধানসভায় রাজ্যের সংশোধনাগারের খাবারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন- এই রাজ্যে সংশোধনাগারে আবাসিকদের জন্য খাবারের যা ব্যবস্থা রয়েছে তা তিন তারা হোটেলের মতোই।

আরও পড়ুন-কচুয়া কাণ্ডের জের: মমতা জ্যোতিপ্রিয় বৈঠক

তিনি আরও জানান সপ্তাহের সাত দিন মাছ, মাংস, ডিম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তাদের খাবারে কোনরকম প্রোটিনের ঘাটতি থাকে না। আগের তুলনায় তাদের খাবারের মান ও অনেক উন্নত হয়েছে। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘাড়ে অপারেশন
