রাজীবকুমার বনাম সিবিআই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এতদিন রাজীবের আইনজীবী বলেছেন। স্বভাবতই সিবিআইর বিরুদ্ধে তাঁদের অভিযোগ। সেসব ফলাও করে বেরোত মিডিয়ায়। এবার সিবিআই আইনজীবী বলার শুরু করতেই রাজীবের বিরুদ্ধে অভিযোগগুলি তোলা শুরু হয়েছে। এখন রাজীবের তরফে আবেদন হল, রুদ্ধদ্বার ঘরে শুনানি হোক। অর্থাৎ মিডিয়া বা অন্য কেউ ঢুকতে পারবে না। সিবিআইও আপত্তি করে নি।আদালতও তেমনই নির্দেশ দিয়েছে। ফলে বুধবার থেকে শুনানি হবে মিডিয়ামুক্ত ঘরে। এর কারণ ও যৌক্তিকতা পাঠকমহল ভেবে দেখতে পারেন।
