মেয়ের মৃতদেহ কোলে অসহায় বাবা হাঁটলেন পথে, স্তম্ভিত গোটা দেশ

ফের এক অমানবিক ঘটনার সাক্ষী রইল গোটা দেশ। আর তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার হাসপাতাল অ্যাম্বুলেন্স না দেওয়ায় সাত বছরের মেয়ের মৃতদেহ কোলে নিয়ে অসহায় বাবা হাঁটলেন রাস্তা দিয়ে ।তেলেঙ্গানার করিমনগর জেলার এই ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে।

জানা গিয়েছে , অসহায় বাবা সম্পত কুমারের 7 বছরের মেয়ে কোমলতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় করিমনগর জেলা হাসপাতালে। রবিবার হাসপাতালে নাবালিকার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স এর আবেদন করেন সম্পত কুমার । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। কারণ, সম্পত কুমারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স বাইরে থেকে ভাড়া করার মতো অর্থ ছিল না তাঁর কাছে ।শেষ পর্যন্ত প্রিয় সন্তানের মৃতদেহ কোলে নিয়ে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে গ্রামে পৌঁছানোর সঙ্কল্প নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন । মেয়ের মৃতদেহ কোলে নিয়ে যখন তিনি যাচ্ছেন তখন এক অটো চালক এই অমানবিক দৃশ্য দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পৌঁছে দেন তাকে এবং তার প্রিয় সন্তানকে গ্রামের বাড়িতে। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো বিড়ম্বনায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও তেলেঙ্গানা সরকার। প্রসঙ্গত, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর নিজের জেলা পেড্ডা পল্লির কুনাভারাম গ্রাম।

Previous articleকেন 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস জানেন? চলুন দেখে নিই
Next articleব্রেকফাস্ট নিউজ