রক্ষাকবচ বাড়াল না কোর্ট, চাপে মুকুল

মুকুলের মহাসঙ্কট। প্রতারণা মামলায় অস্বস্তিতে পড়লেন বিজেপি নেতা। আদালত তাঁর গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ আর বাড়াল না। অর্থাৎ আজ, 5 সেপ্টেম্বরেই শেষ হচ্ছে এই রক্ষাকবচ। ফলে ‘আইনি ঢাল’ সরে যাওয়া মুকুল রায়ের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। শুক্রবার বিচারপতি সৈয়দুল্লাহ মুন্সীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বৃদ্ধি করেনি। ফলে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে গুঞ্জন সর্বত্র।