পুলিশি তল্লাশি বিজেপি বিধায়কের বাড়িতে

তৃণমূল প্রতীকে জিতে বিজেপিতে যোগ দেওয়া নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের গারুলিয়ার বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ উঠল বৃহস্পতিবার সন্ধ্যায়।

এই ঘটনায় গোটা এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশি অভিযান চলছে। ওদিকে পুলিশের বক্তব্য, বিধায়কের গারুলিয়ার বাড়িতে অস্ত্র মজুত আছে। সেই কারনেই তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেট। বিজেপি বলছে, ভাটপাড়ার পর এবার গারুলিয়াকে অশান্ত করতে চাইছে প্রশাসন।