Monday, November 10, 2025

‘বাহুবলী’ ডাক্তার স্বাস্থ্য ভবনে ঢুকে পেটালেন স্বাস্থ্যকর্তাকে, পুলিশে অভিযোগ

Date:

ক্রমশই ‘শক্তিশালী’ হয়ে উঠছেন কলকাতার চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের এক স্বাস্থ্য আধিকারিককে পিটিয়ে ‘বাহুবলী’র খাতায় নাম তুললেন এক ডাক্তার।

বার বার আক্রান্ত হওয়ার অভিযোগ চিকিৎসক সমাজের। প্রশাসন সব সময়ই তাঁদের পাশে। সেই অবস্থায় এমন ‘মারমুখী’ হয়ে ওঠার এমন ঘটনা চিকিৎসকদের ভাবমূর্তির সঙ্গে কতদূর যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে,
ওই চিকিৎসক কোচির একটি প্রতিষ্ঠানে ইউরোলজি পড়ার সুযোগ পেয়েছেন। সেই কারণে তাঁর দরকার NOC বা নো অবজেকশন সার্টিফিকেট। এ কারনেই বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে অতিরিক্ত সহ স্বাস্থ্য অধিকর্তা (P&E) নীলাঞ্জন গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন ওই চিকিৎসক। তিনি নীলাঞ্জনবাবুর ঘরে ঢোকার একটু পরেই সেই ঘর থেকে ‘সিকিওরিটি, হেল্প, হেল্প’ বলে চিৎকার শোনা যায়। ছুটে যান স্বাস্থ্য ভবনের কর্মীরা। গিয়ে দেখেন, ওই ডাক্তার দেওয়ালে ঠেসে ধরে রেখেছেন নীলাঞ্জনবাবুকে। সমানে গালাগালি দিয়ে চলেছেন।তার আগেই নীলাঞ্জনবাবুর মাথায়, ঘাড়ে তিন-চারটি ঘুষি মেরেছেন অভিযুক্ত
চিকিৎসক। স্বাস্থ্য ভবনের কর্মীরা ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন, এভাবে মারছেন কেন? উত্তরে সেই চিকিৎসক বলেন, “অনেকক্ষণ বসে আছি। কিছুতেই উনি NOC দিচ্ছেন না। NOC না পেলে স্বাস্থ্য ভবনের বাইরে গায়ে আগুন দেব।” এ কথা শুনেই পুলিশে খবর যায় স্বাস্থ্য ভবনের তরফে। পুলিশ এসে বাহুবলী ওই চিকিৎসককে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে গিয়ে যায় এবং সেখানে অভিযোগ দায়ের হয়। পরে বিধাননগর মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান, বুকের এক্স-রে এবং ইসিজি করান আক্রান্ত নীলাঞ্জনবাবু। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, আচমকাই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন ওই চিকিৎসক। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “স্বাস্থ্য ভবনে এসে ডাক্তারকে কেউ মারবেন, এটা মেনে নেওয়া যায় না। তাই দীর্ঘক্ষণ আলোচনার
পরে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তা না হলে ভুল বার্তা যেত। হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না।”

Related articles

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...
Exit mobile version