মদের গ্লাস হাতে ভারতের ক্রিকেট দলের কোচ! স্বগর্বে ছবি ট্যুইটারে!

জামাইকার বিচ। মদের গ্লাস হাতে জাতীয় ক্রিকেট দলের কোচ। স্বগর্বে সে ছবি তুলে পোস্ট করেছেন আবার সোশ্যাল মিডিয়ায়। সে নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। প্রশ্ন, জাতীয় দলের কোচ কীভাবে মদের গ্লাস হাতে নিয়ে এমন ছবি পোস্ট করেন। এরপরেও তাঁকে সেন্সর করা হবে না? চিঠি ধরানো হবে না?

আরও পড়ুন-শাহরুখের বিরুদ্ধে কেন CBI তদন্ত হবে না? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

তিনি রবিশঙ্কর জয়ধৃত শাস্ত্রী। দু’ বছর জাতীয় দলের কোচ থাকার পর, ফের আরও দু’ বছর পদে থাকার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। কিন্তু তাঁর বেনিয়ন্ত্রিত জীবন-যাপন সব সময়েই খবরে। যখন খেলেছেন তখনও তার ব্যতিক্রম হয়নি। কোচ হওয়ার পর সেই ট্র‍্যাডিশন সমানে চলছে। আর দিনের শেষে লবির জোরে ঠিক এই ঝামেলা থেকে বেরিয়ে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বারবার বিরাট কোহলিদের কোচকে দেখা গিয়েছে মদ্যপ অবস্থায়। কখনও দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার টিম বাস থেকে নেমে তিনি বিয়ারে চুমুক দিচ্ছেন। আবার কখনও দেখা গিয়েছে টিমের ডাগ আউটে বসে রয়েছেন ঢুল-ঢুলু রবি শাস্ত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে দেখা গিয়েছে নিজের পায়ে দাঁড়াতেই পারছেন না তিনি। তবু তাতে কিছু যায় আসে না কোচের। নজর এড়িয়ে যায় বোর্ডের। সাফল্য এলেই কি সাত খুন মাফ! বোর্ডের সদস্যরাও কি কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলোর ব্রত নিয়েছেন? ভারতীয় দলের কোন বিজ্ঞাপন তৈরি হচ্ছে ক্রীড়ামহলে?

আরও পড়ুন-মৃত্যুপুরী নরেন্দ্রপুর: এবার শ্যুটআউটে নিহত এলাকার “ডন”