Tuesday, May 13, 2025

ক্রিকেটের প্রতি ভালবাসা কাগজ কুড়ানি বানিয়েছে 12 বছরের খুদেকে

Date:

Share post:

বয়স মাত্র 12। কিন্তু তাও ক্রিকেটের জন্য এমন ঘটনা ঘটিয়েছে এই খুদে, যা ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে আজীবন। অস্ট্রেলিয়ার বাসিন্দা ম্যাক্স বেট। বয়স যখন 8, তখন থেকে গ্যালারিতে বসে ব্যাট-বলের যুদ্ধ দেখা শুরু তার। কিন্তু প্রত্যেকটা ক্রিকেটের ম্যাচ দেখা তার পক্ষে সম্ভব হয়নি। কারণ, ম্যাচ টিকিটের দাম তো নেহাতই কম নয়। আর যা দাম, তা জোগাড় করার মতো সামর্থ্য ম্যাক্সের বাবার নেই। কিন্তু ম্যাক্স যে ক্রিকেট পাগল। ক্রিকেট যেন ওর রক্তে। তাই ক্রিকেট ম্যাচ দেখার জন্য ছোট্ট ম্যাক্স হয়ে উঠল কাগজ কুড়ানি।

সপ্তাহের শেষে মায়ের সঙ্গে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আবর্জনা কুড়াতো ম্যাক্স। তার বিনিময় প্রত্যেক বাড়ি থেকে সে পেত এক ডলার। বাবা বলেছিলেন, দেড় হাজার ডলার জমাতে পারলে ওকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে খেলা দেখাবে। তাই গত চার বছর ধরে কাগজ কুড়িয়ে দেড় হাজার ডলার জমিয়েছে ছোট্ট এই অজি ক্রিকেট ফ্যান।

কথা মতো বাবা ছেলেকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি দেয়। সেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ টেস্ট গ্যালারিতে বসে উপভোগ করে ম্যাক্স। শুধু তাই নয়, স্টিভ স্মিথ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার, সকলের সঙ্গে দেখাও করেছে সে। এমনকি সকল অজি তারকাদের সঙ্গে বাসেও চড়েছে সে। শেষে পেয়েছে অস্ট্রেলিয়ার জার্সি, যাতে স্মিথ, প্যাট কামিন্স, নাথান লিঁয় সহ সকল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অটোগ্রাফ রয়েছে।

এতো কিছু পেয়ে আপ্লুত ম্যাক্স। 12 বছরের খুদে তাই বলেছে, ‘স্টিভ স্মিথ, জাস্টিন ল্যাঙ্গার, নাথান লিঁয়দের পাশে আমি বসেছিলাম। স্মিথ ও প্যাট কামিন্স আমার পছন্দের ক্রিকেটার। আমি বাকিদের সঙ্গেও দেখা করেছি। ভীষণ খুশি আমি। আমাকে ওঁনারা একটা জার্সি দিয়েছেন, যাতে সকলের অটোগ্রাফ রয়েছে।’ 12 বছরের ছোট্ট অস্ট্রেলিয়ান খুদে প্রমাণ করল যে, ক্রিকেট যদি কারো ধর্ম হয়, তাহলে সেই ধর্ম যেভাবেই হোক সে পালন করবেই। তাই এই ছোট্ট ম্যাক্সকে ক্রিকেটীয় স্যালুট জানাতেই হবে।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...