ইতিহাস তৈরীর মুখে দাঁড়িয়ে ইসরো

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ইতিহাস তৈরীর মুখে দাঁড়িয়ে ইসরো সহ গোটা ভারতবর্ষ। রাত 1টা 40 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান2 এর ল্যান্ডার বিক্রম। কঠিন চ্যালেঞ্জ কারণ দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশ চন্দ্রযান পাঠাতে সক্ষম হয়নি, সঠিকভাবে অবতরণ করার সাফল্যের হার 37%। তাই অপেক্ষায় প্রহর গুনছে ইসরোর বিজ্ঞানীগণ সহ গোটা ভারতবাসী,অবতরণ সফল হলে ইতিহাস তৈরী করবে ভারত….দক্ষিণ মেরুতে চন্দ্রযান অবতরণের ক্ষেত্রে।

Previous article18 সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবেনা, নির্দেশ হাইকোর্টের
Next articleক্রিকেটের প্রতি ভালবাসা কাগজ কুড়ানি বানিয়েছে 12 বছরের খুদেকে