চাঁদে পা রাখার 15 মিনিটের মধ্যেই প্রথম ছবিটি পাঠাবে বিক্রম

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বিক্রম নামবে অনেকটা পাখির পালকের মতো করে। এই অবতরণের জায়গা নির্ধারণ করা হবে, একদম শেষ মুহূর্তের ছবি দেখে। চাঁদে পা রাখার 15 মিনিটের মধ্যেই প্রথম ছবিটি পাঠাবে বিক্রম।ভোর সাড়ে 5টা থেকে 6টার মধ্যে ল্যান্ডারের পেট থেকে বেরোবে রোভার- প্রজ্ঞান। যার ওজন 27 কেজি। শুরু হবে চাঁদ নিয়ে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের নয়া গবেষণা। ইসরো জানিয়েছে , এই প্রজ্ঞানের আয়ু মাত্র 14দিন। এই 14 দিনে চন্দ্রপৃষ্ঠে ঘুরবে ছ-চাকার রোভার প্রজ্ঞান। গতিবেগ হবে, সেকেন্ডে 1 সেন্টিমিটার। বিজ্ঞানীরা জানিয়েছেন এই 14 দিনে মাত্র দেড় কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে প্রজ্ঞান।

Previous articleঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বেঙ্গালুরুতে পৌঁছালেন প্রধানমন্ত্রী
Next articleকেন দক্ষিণ মেরুতেই প্রজ্ঞান,কারণ জানেন?