কেন দক্ষিণ মেরুতেই প্রজ্ঞান,কারণ জানেন?

চাঁদের মেরু অঞ্চলের ছবিটা একেবারেই অন্যরকম। বিশেষত, দক্ষিণ মেরুর। অনেক অংশই চির অন্ধকারে ঢাকা। কারণ, সূর্যের আলো সেখানে পৌঁছায় না। তাপমাত্রা নেমে যেতে পারে শূন্যের 230 ডিগ্রি পর্যন্ত নিচে। অসম্ভব ঠান্ডার কারণে যন্ত্রপাতি চালনাও অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে । তাই অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রজ্ঞান কে এইখানে পৌঁছাতে হবে।
গবেষকরা জানাচ্ছেন , যত্রতত্র ছড়িয়ে থাকা অসংখ্য ছোটবড় গহ্বরে অভিযান-পথও বিপদসঙ্কুল।
এই কারণেই আজ পর্যন্ত অনাবিষ্কৃতই রয়ে গিয়েছে চাঁদের মেরু অঞ্চল। চাঁদের দক্ষিণ মেরুতে কি আরও বড় জলের ভাণ্ডার রয়েছে? সেই উত্তর মিলতে পারে এই অভিযান সফল হলে।

Previous articleচাঁদে পা রাখার 15 মিনিটের মধ্যেই প্রথম ছবিটি পাঠাবে বিক্রম
Next articleপ্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব কেমন আছেন? হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা