Friday, December 19, 2025

সমস্যা কাটছে, বাড়ি যেতে ‘বায়না’ বুদ্ধবাবুর

Date:

Share post:

শরীরে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম কম। বাইপ্যাপ মেশিন শনিবার সকালে খোলা হলেও বিকেলে লাগাতে হয়েছে। তবে ‘ইউরিন’ স্বাভাবিক হওয়ায় চিন্তা একটু কমেছে। দুপুর ও রাতে অল্প খেলেও স্বাভাবিক খাবার খেয়েছেন। আপাতত, এমনটাই শারীরিক অবস্থা অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। কিন্তু শনিবার দুপুর থেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য কার্যত ‘বায়না’ করতে থাকেন বর্ষীয়ান সিপিএম নেতা। যদিও ঘনিষ্ঠ মহল ও রাজনৈতিক সতীর্থরা স্পষ্ট জানান, আপনাকে কয়েক দিন থাকতে হবে। হাসপাতালে অনীহা বুদ্ধবাবুর সব ধরনের পরীক্ষা তাঁরা এইবেলা সেরে ফেলে তবেই বাড়ি নিয়ে যেতে চান। আর এ ক’দিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন বলে তাঁদের অনুমান। সন্ধ্যায় হাসপাতাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধবাবু স্থিতিশীল, তবে বেশ কিছু সমস্যা রয়েছে।

শুক্রবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনার সময় কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, হিমোগ্লোবিনও কম ছিল। তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়। আর বিগত ২৪ ঘন্টার চিকিৎসায় তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণও বেড়েছে। ফলে আপাতত স্থিতিশীল। এদিন হাসপাতালে স্ত্রী ও কন্যা দীর্ঘক্ষণ ছিলেন। ছিলেন দলের পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। বেশ কিছু নেতা ও কর্মী হাসপাতালে ভিড়ও করেন। তাঁকে বিকেলে দেখতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...