কলকাতায় আজ, শনিবার শুরু সপ্তম প্রো-কবার্ডি চ্যাম্পিয়নশিপ। আর প্রথম দিনেই বাংলার বিপক্ষে গুজরাত ফরচুন জায়ান্টস। বেঙ্গল ওয়ারিয়র্স গুজরাতকে আগেই হারিয়েছে। ফলে অধিনায়ক মনিন্দর বলছেন, ফাইনাল না খেলার কোনও কারন নেই। ১২ দলের লিগে অভিনেতা অক্ষয় কুমারের দল ১২ রাউন্ডের শেষে ৪০ পয়েন্ট পেয়ে ৪ নম্বরে রয়েছে। কলকাতায় প্রতিযোগিতা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আজ কলকাতায় জাতী সঙ্গীত গেয়ে উদবোধন করবেন বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী মানসী যোশী।
