চিটফান্ডে মিডিয়া-যোগ: প্রেস ক্লাবে বিস্ফোরক কুণাল

এতদিন মুখ খুলেছেন বাইরে, কোর্টে, পুলিশে, সিবিআইতে, ইডিতে, সাংবাদিক বৈঠকে। এবার সরাসরি কলকাতা প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলনে বোমা ফাটালেন কুণাল ঘোষ। তিনি ভাষণে বলেন,” সাংবাদিকদের নিয়ে নানা অভিযোগ উঠছে। আমি দোষ না করেও বলি হলাম। সবাই মজা দেখল। আমার দাবি চিটফান্ডে কোন কোন সাংবাদিক ও মিডিয়া হাউস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়েছে, তার তদন্তে কমিশন গঠন করুক প্রেস ক্লাব। আমি সেই তদন্তে সাক্ষী দিতে চাই। সেই তদন্তরিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।”

পরে কুণাল আরও বলেন,” যে বা যারা সরকারের কাছ থেকে জমি বা বাড়ি নিয়েছে, তার বর্তমান অবস্থা নিয়েও তদন্ত হোক। স্বচ্ছতার প্রশ্নে এটা জরুরি।”

কুণাল বলেন,” অন্য পেশার কিছু লোক লবি করে প্রেস ক্লাবের সদস্য হচ্ছেন। এর মধ্যে দুএকজন আইনজীবী সাংবাদিকদের করা মামলাতেই তাদের বিরুদ্ধে মালিকের টাকা নিয়ে লড়ছেন। অবিলম্বে এদের সদস্যপদ খারিজ করা হোক।” নির্দিষ্ট একটি নাম বলেন তিনি। দেখা যায় সাংবাদিকদের বকেয়া বেতনমামলায় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মালিকের হয়ে কোর্টে লড়ছেন। কুণাল বলেন,” তিনি বার অ্যাসোসিয়েশনের সদস্য হোন। প্রেস ক্লাবে রাখা হবে কেন?”
চিত্রসাংবাদিকদের প্রেস ক্লাবের মূলস্রোতে আনার পক্ষে সওয়াল করেন কুণাল।
তাঁর গোটা বক্তব্য নিয়ে মিডিয়ামহলে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-প্রায়শ্চিত্তের সুযোগ আর নেই, বুদ্ধকে নিয়ে কুণাল ঘোষের কলম