প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের 90তম জন্মদিনে তাঁকে ‘ডটার অব দ্য নেশন’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী 28 সেপ্টেম্বর লতার 90তম জন্মদিন।

সাত দশক ধরে তিনি ভারতীয় সঙ্গীত মহলে খ্যাতির চূড়ায় বিরাজমান এই কিংবদন্তি শিল্পী। তাঁর “কোকিল কন্ঠ” দেশ ছাড়িয়ে বিদেশেও যথেষ্ট সুনাম অর্জন করেছে। গোটা দুনিয়া জুড়ে তাঁর অগণিত ভক্ত।

আরও পড়ুন-আজ বঙ্গযোদ্ধাদের মুখোমুখি গুজরাত

তাই প্রবাদপ্রতিম এই শিল্পীকে তাঁর জন্মদিনেই এহেন সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই দিনটিকে সামনে রেখে কবি তথা সঙ্গীতকার প্রসূন যোশি লতাকে নিয়ে একটি গান লিখেছেন।


সূত্রের খবর , লতার কণ্ঠের বিরাট ভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লতাকে দেশের সঙ্গীত জগতের অন্যতম প্রতিনিধি বলা চলে। তাই তাঁকে সম্মান প্রদান করার মাধ্যমে গোটা নারী জাতিকে সম্মান জানাতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন-লিগের নয়া সূচি, দুই প্রধানের দাবি নস্যাৎ করা হচ্ছে
