আপাতত নিখোঁজ বিক্রম, উদ্বিগ্ন ইসরোর মহাকাশবিজ্ঞানীরা

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চোখ মেলে চেয়ে ছিল গোটা দেশ। চাঁদের মাটিতে ভারতের বিক্রম দেখতে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। কিন্তু শেষ মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর মিশন কন্ট্রোলের। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি বিজ্ঞানীরা।
বিক্রমের খোঁজ চালাচ্ছে বিজ্ঞানীরা।

পূর্ব পরিকল্পনা শনিবার রাত 1.38 মিনিটে শুরু হয় বিক্রমের অবতরণ প্রক্রিয়া। সেকেন্ডে 1.8 কিলোমিটার থেকে যানের গতিবেগ কমিয়ে আনা শুরু হয় শূন্যে। সেই লক্ষ্যে শুরু হয় হার্ড ব্রেকিং। নিখুঁত হার্ড ব্রেকিং পর্বের পর ফাইন ব্রেকিং পর্ব শুরু হতেই দেখা দেয় বিপর্যয়। সেই পর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরোর কন্ট্রোল সেন্টারের সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যানটি।

Previous articleইসরোর বিজ্ঞানীদের সাহস দিলেন প্রধানমন্ত্রী
Next articleব্রেকফাস্ট নিউজ