Friday, November 14, 2025

চন্দ্রাভিযান-প্রকল্প এখনও কার্যত ঝুলে আছে। তার মাঝেই পরবর্তী দুঃসাহসিক প্রোজেক্টের কাজ ISRO শুরু করে দিলো।

‘গগনযান’ প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ভারতীয় বায়ুসেনার 12 জন পাইলট নীরবে ISRO বাছাই করে ফেললো।
ISRO জানিয়েছে, দিনকয়েক আগে বেঙ্গালুরু’র ইনস্টিটিউট অব এরোস্পেস মেডিসিনে প্রথম দফার পরীক্ষায় সফল হয়েছেন এই 12জন। চূড়ান্ত বাছাইয়ের পর এই 12 জনের মধ্যে 4 জন মহাকাশচারী প্রথম সওয়ার হবেন ‘গগনযান’-এ। সূত্রের খবর, তালিকায় কোনও মহিলা নেই। নিরাপত্তাজনিত কারণে ওই 12 জনের নাম গোপন রাখা হয়েছে।

প্রসঙ্গত, 1984 সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন বায়ুসেনার পাইলট রাকেশ শর্মা। সেই অভিযানে ‘পরিবর্ত-পাইলট’ হিসেবে ছিলেন রবীশ মালহোত্রা। তিনিও বায়ুসেনার পাইলট ছিলেন। 2018-র স্বাধীনতা দিবসে গগনযান প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। 2022 সালে ওই প্রকল্প কাজ শুরু করবে। ISRO প্রাথমিক ভাবে চেয়েছিল, এই 4 জন মহাকাশচারীর এক জন অন্তত মহিলা হন। সমাজের নানা স্তর থেকে বাছাইয়ের ভাবনাও ছিল। কিন্তু সূত্রের দাবি, হাতে সময় কম থাকায় শেষমেশ বায়ুসেনার ‘টেস্ট পাইলট’ তালিকা থেকেই 12 জনকে বাছাই করা হয়েছে। টেস্ট পাইলটের তালিকায় কোনও মহিলা নেই। তাই এখানেও কোনও মহিলাকে রাখা সম্ভব হয়নি।

ISRO-র সূত্র জানাচ্ছে, প্রথম দফায় শারীরিক এবং মানসিক ক্ষমতার পরীক্ষা হয়েছে।তার ভিত্তিতেই 12 জনকে বাছাই করা হয়েছে। এবার টানা 3 মাস আরও কঠিন পরীক্ষা নেওয়া হবে। কঠিন পরীক্ষার কারণ, মহাকাশে প্রতিকূল পরিস্থিতি এবং কঠিন সমস্যার মোকাবিলা করতে হতে পারে মহাকাশচারীদের। অভিকর্ষ বল শূন্য, সেই পরিস্থিতিতে স্নায়ুর জোর কতটা ধরে রাখতে পারবেন তাঁরা, তা-ও দেখা প্রয়োজন। এ ভাবে 4 ধাপে বাছাইয়ের পর যে 4 জন থাকবেন, রাশিয়ায় তাঁদের চূড়ান্ত পরীক্ষা হবে। রাকেশ শর্মাও রুশ অভিযাত্রী দলের সঙ্গেই মহাকাশে গিয়েছিলেন।

অভিযানে যাওয়ার আগে ভারতীয় মহাকাশচারীদের জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা শিখতে হবে। ভারতের এরোস্পেস মেডিসিন প্রতিষ্ঠান থেকে প্রাথমিক চিকিৎসার পাঠ দেওয়া হবে ওই 4 জনকে।

আরও পড়ুন-চন্দ্রযান-2 নিয়ে বিশেষ কভার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের

 

 

Related articles

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...
Exit mobile version