আরও উন্নত মানের রেক পুরী-দুরন্ত এক্সপ্রেসে

শিয়ালদহ-পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে এবার জ্বালানি সাশ্রয়ী উন্নত মানের রেক ব্যবহার করছে পূর্ব রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেনটি নিয়ে এমন বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত মানের রেকের সংখ্যা বেড়ে দাঁড়াল 24টি।

পূর্ব রেল জানিয়েছে, এই ধরনের রেকে ‘হেড অন জেনারেশন’ প্রযুক্তির ব্যবহারে ট্রেনের আলো, পাখা, এসি চালানো হবে ওভারহেড থেকে আসা বিদ্যুতের মাধ্যমে। এতে জ্বালানির সাশ্রয় হবে।

আরও পড়ুন-আমরা বিজ্ঞানীদের সঙ্গে রয়েছি, ইসরো সর্বদা এভাবেই গর্বিত করুক: অভিনন্দন মুখ্যমন্ত্রীর