ডাক্তার দেখাতে দ্রুত আউটডোর টিকিট কাটতে কলকাতা মেডিক্যাল কলেজ চালু করল আউটডোর টিকিট কিয়স্ক। মেডিক্যালের আউটডোর এবং সুপারস্পেশালিটি বিল্ডিংয়ে চালু হয়েছে এই কিয়স্ক। রোগীর নাম এবং অন্যান্য তথ্য এই কিয়স্কে দিয়ে যে কোনও বিভাগের আউটডোর টিকিট করা যাচ্ছে।

এখানে নাম নথিভুক্ত করতে আউটডোর টিকিট করার জন্য যে 2 টাকা লাগে, সেটাও লাগছে না। শুধু তাই নয়, এই কিয়স্কের মাধ্যমে হাসপাতালের রক্ত পরীক্ষার রিপোর্টও হাতে হাতে পেয়ে যাবেন তাঁরা।

মেডিক্যালের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, চালু হওয়ার পর থেকেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই কিয়স্ক। এভাবে কিয়স্কে টিকিট কাটলে সাধারণ আউটডোর টিকিটের লম্বা লাইনেও দাঁড়াতে হচ্ছে না।

জানা যাচ্ছে, মেডিক্যাল ছাড়াও এসএসকেএম হাসপাতালেও এরকম দুটি আউটডোর টিকিট কিয়স্ক চালু হয়েছে।


আরও পড়ুন-শেষ বিমানের অপেক্ষায়! সেদিন কী বলেছিলেন জেঠমালানি?
