কলকাতা লিগে প্রথম জয় পেতে জর্জের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান

ডুরান্ড কাপ আগেই হাতছাড়া হয়েছে। কলকাতা লিগে এখনও জয়ের মুখ দেখেনি মোহনবাগান। তাই প্রথম জয়ের লক্ষ্যে আজ, রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভিকুনার ছেলেরা।

বিপক্ষদল জর্জ টেলিগ্রাফ সম্পর্কে বাগান কোচ বলেন, ‘কলকাতা লিগে বেশিরভাগ দলই কঠিন প্রতিপক্ষ। আমি ওদের খেলা দেখেছি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করেছিল। আমাদের বিরুদ্ধে লড়াই করবে সেটাই স্বাভাবিক। আমরাও তৈরি হয়েই মাঠে নামব।’

মোহনবাগানের রোমারিও জেসুরাজ কার্ড সমস্যায় খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে অনেকটাই সুস্থ হয়ে ওঠা সুহের খেলবেন বলেই মনে করা হচ্ছে। কারণ, শনিবার বিকেলে যুবভারতীতে সুহেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অনুশীলনে। তবে বৃষ্টির জন্য মোহনবাগানের মাঠ খুব একটা ভাল নেই। যদিও মাঠ নিয়ে কোনওরকম অভিযোগ করতে নারাজ সবুজ-মেরুন কোচ। উল্টে দল নিয়ে ভীষণভাবে আত্মবিশ্বাসী ভিকুনা।

তবে বিপক্ষ জর্জ টেলিগ্রাফ কোচ রঞ্জন ভট্টাচার্য আক্রমণাত্মক খেলার বদলে ঘর বাঁচিয়ে 1 পয়েন্টের জন্য খেলার কথাই ভাবছেন। জর্জ মেরিনার্সদের বিরুদ্ধে তিন বিদেশি নিয়েই মাঠে নামবে। মোহনবাগানকে গুরুত্ব দিয়েই জর্জ কোচ বলেন, ‘যথেষ্ট ভাল দল। সমীহ তো করতেই হবে। তবে, আমাদের ছেলেরা  লড়াই করবে।’ এখন দেখা যাক, জর্জের বিরুদ্ধে জয়ে ফিরতে পারে কিনা বাগান শিবির।

আরও পড়ুন-ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ সেরেনার, ইউএস ওপেনে চুম্বন আন্দ্রেয়েস্কোর