হঠাৎ বাইক চালিয়ে এসে একটি মদের দোকানের সমনে পর পর তিন রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। ঘটনাটি উত্তর 24 পরগনার বনগাঁয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার বেশ রাতের দিকে বনগাঁ মতিগঞ্জ হাটখোলা মোড়ের একটি মদ দোকান লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি করে চম্পট দেয় বাইকে আসা দুই যুবক। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। অভিযুক্তদের মাথায় হেলমেট ছিল। পুলিশ তদন্তে নেমে ওই মদের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ওই সময়ে মদের দোকানে এক ক্রেতা একটুর জন্য বেঁচে যান।

আরও পড়ুন-এবার মেডিক্যালে আউটডোর টিকিট কিয়স্ক
