বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা শুরু সোমবার

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা শুরু হবে সোমবার। কলকাতা পুরসভা থেকে অনুমতি পেয়েছে কেএমআরসিএল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 60 টি বাড়ির রিপোর্ট পাওয়া
গিয়েছে । 647 জনকে বিপর্যস্ত এলাকা থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। রবিবার সকাল থেকেই গৌড় দে লেন, দুর্গা পিটুরি লেন এবং স্যাঁকরাপাড়া লেন-এ গ্রাউটিং পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে। এই পদ্ধতিতে সিমেন্টের সঙ্গে রাসায়নিক মিশিয়ে মাটিতে দেওয়া হয় মাটি শক্ত করার জন্য ।
ইতিমধ্যেই বাড়ি থেকে জিনিসপত্র বের করে আনার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা যৌথ কমিটির তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে । তবে দফায় দফায় বৃষ্টিতে কিছুটা সময় লাগছে। এরই পাশাপাশি নজরে রাখা হচ্ছে কর্মীদের নিরাপত্তা বিষয়টির দিকে । পুরসভা জানিয়েছে আইন অনুযায়ী বাড়ির মালিকের সম্মতি ছাড়া বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ করা যায় না। সেই কারণে এই বিলম্ব।

Previous articleঝাড়গ্রাম রাজপরিবারে ভাঙন ধরালেন দিলীপ
Next articleভোটার তালিকা আপডেট বাধ্যতামূলক করলো নির্বাচন কমিশন