অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর বাড়িতেই এবার চুরি। শুধু তাই নয়, ওই বাড়িটি-সহ পরপর পাঁচটি বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বাঁকুড়ার হীড়বাঁধের মশিয়াড়া গ্রামের। শনিবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

আরও জানা গিয়েছে, ওই রাতে প্রাক্তন পুলিশ কর্মী দীপক রায়ের বাড়ির আলমারি ভেঙে তিনটি সোনার নাকছাবি, দুটি রূপোর হার এবং নগদ দু’হাজার টাকা চুরি গিয়েছে। তবে অন্য চারটি বাড়িতেও তালা ভেঙে চুরির চেষ্টা করলেও বিশেষ কিছু দামি না মেলায় তেমন কোনও ক্ষতি হয়নি।

দীপকবাবুর স্ত্রী মীরা রায় জানান, গতকাল শনিবার রাতে পাশের ঘরে শুয়েছিলেন তিনি। সকালে উঠে দেখেন দরজার তালা ভাঙা। আলমারি তছনছ হয়ে রয়েছে। হীড়বাঁধ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-নিখোঁজ ব্যাঙ্ক কর্তা! অপহরণ, নাকি অন্যকিছু ?