এবার চেন্নাইয়ে ধৃত বর্ধমানের জেএমবি জঙ্গি আসাদুল্লাহ

সম্প্রতি, একের পর এক জেএমবি জঙ্গি ধরা পড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবার চেন্নাইয়ে ধরা পড়ল বর্ধমানের জেএনবি জঙ্গি শেখ আসাদুল্লাহ ওরফে রাজা। চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বুদ্ধগয়া বিস্ফোরণে যুক্ত ছিল সালাউদ্দিন ঘনিষ্ঠ এই আসাদুল্লাহ।

আরও পড়ুন-কুসংস্কারের বশে শিশুকন্যাকে আটতলা থেকে আছড়!