হাওড়ায় উদ্ধার বিশালাকৃতির পাইথন

হাওড়ায় দেখা মিলল 10 ফুটের এক পাইথনের। আজ মঙ্গলবার হাওড়ার জগাছার মৌখালি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে পাইথনটিকে।

তবে তাকে কোনওরকমভাবে আঘাত না করে বনদফতরকেই খবর দিয়েছেন স্থানীয়রা। কিন্তু ঠিক কীভাবে এত বড় একটি পাইথন জগাছার মত ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে এল, তা এখনও পরিস্কার নয়।

আরও পড়ুন – পুজোর শপিং সেরে বাড়ি ফেরার পথে দম্পতির পথ আটকালো চার দুষ্কৃতী! বাকিটা রুদ্ধশ্বাস