দুই বিয়ে না করলে বাকি জীবনটা কাটাতে হতে পারে জেলে!

কী কাণ্ড! এইরকম আইনও হয়। এই আইনে বলা হয়েছে এরিত্রিয়ার সব পুরুষকে নূন্যতম দুটি বিয়ে করতে হবে। যদি ওই দেশের কোনও পুরুষ বা নারী বিয়েতে আপত্তি জানায় তাহলে তাঁদের হতে পারে যাবজ্জীবন কারাবাস। এমনই আজব আইনে সিলমোহর দিয়েছে এরিত্রিয়ার সরকার। আরবিক দেশগুলির মধ্যে শুধুমাত্র এরিত্রিয়াতে এই আইন জারি করা হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে পুরুষের আকাল পড়েছে। এর আগে বহুদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে এরিত্রিয়া। তাই এই আইন জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-হোয়াটস অ্যাপে তিন তালাক! তারপর যা হল