হেলমেটেই মিলছে মোটরবাইকের সব কাগজপত্র, জানেন কীভাবে?

আইন আছে এবং সেই আইনকে সহজ করার পদ্ধতিও তৈরি করে নিয়েছেন কেউ কেউ । হ্যাঁ ঠিকই ধরেছেন। গুজরাতের 24 বছরের এক যুবকের কাণ্ড কারখানা দেখলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। কী করেছেন রাম শাহ? 2019 এর মোটর ভেহিকেলস আইন বদলানোর পর, জরিমানার অঙ্ক বেড়েছে অনেকটাই। কিন্তু বীমা কর্মী রাম শাহর এপ্রান্ত থেকে ওপ্রান্ত পৌঁছে যাওয়ার একমাত্র সঙ্গী মোটরবাইক। আর পথে যেতে যেতে একের পর এক চেকিং তার কাজটাই মাটি করে দিচ্ছিল । কিছুতেই নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছিলেন না গ্রাহকদের কাছে।

তাই তিনি ড্রাইভিং লাইসেন্স, বিমার কাগজ, গাড়ির ফিট সার্টিফিকেট , এমনকি ধোঁয়ার সার্টিফিকেট তার হেলমেটে সাঁটিয়ে রেখেছেন। পুলিশ দেখতে চাইলেই হেলমেটের দিকে আঙুল দেখিয়ে দিচ্ছেন আর বলছেন দেখে নিতে সব নথিপত্র । তার এই অভিনব পন্থায় অবাক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।

আরও পড়ুন – রাজ্যে এসে এনআরসি নিয়ে বিস্ফোরক দাবি স্মৃতি