রাজ্যে এসে এনআরসি নিয়ে বিস্ফোরক দাবি স্মৃতির

ছবি-প্রকাশ পাইন

“কোনও ভারতীয়কে দেশ থেকে তাড়ানো হবে না। নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার।” মঙ্গলবার, নিউটাউনের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মোদি সরকারের দ্বিতীয় দফার ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষ্যে সফলতা ও প্রকল্পের খতিয়ান তুলে ধরতে এই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের এনআরসি-র বিরোধিতা করে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই রাজ্যে এসে এনআরসির পক্ষে কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করেন স্মৃতি। তিনি বলেন, সরকার দেশের নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন অনুসারে অনুপ্রবেশকে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধেও সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন-রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দমদমে: সাতদিন দিদির দেহ আগলে ভাই

 

Previous articleশর্তসাপেক্ষে নিউটাউনে উইপ্রোকে জমি রাজ্যের
Next articleহেলমেটেই মিলছে মোটরবাইকের সব কাগজপত্র, জানেন কীভাবে?