কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে 30

ইরাকের কারবালা শহরে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 100 জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কারবালার এই তাজিয়া মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। মিছিলে এক ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে গেলে তাঁর ওপর অন্যরা পড়ে যান। এতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রক বলছে, কারবালা প্রদেশের হাজার হাজার মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছিলেন। এ সময় একজন হোঁচট খেয়ে পড়ে গেলে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় 100 জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হেঁটে চলার একটি পথ ধসে গেলে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে 2004 সালে আশুরার দিনে কারবালা ও বাগদাদে বোমা বিস্ফোরণে 140 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর 2005 সালে আশুরার দিনে আত্মঘাতী বোমার গুজব ছড়িয়ে পড়লে বাগদাদে একটি সেতুর ওপর পদপিষ্ট হয়ে 965 জন মারা যান।

Previous articleহাইকোর্টে চলছে “ইন ক্যামেরা” রাজীব-শুনানি
Next articleনজরে সোনিকা সিং চৌহান মৃত্যু মামলা: অভিযুক্ত বিক্রম, চার্জ গঠনের শুনানি