কলকাতা থেকেই NRC-বিরোধী আন্দোলন শুরু করছে তৃণমূল। বৃহস্পতিবার শহরে NRC-র প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার পর্যন্ত দলের কেন্দ্রীয় মিছিল হবে। দলের নেতাদের ধারণা, NRC- ইস্যুতে যেহেতু মিছিল হচ্ছে, তাতে দলনেত্রীর থাকার সম্ভাবনা আছে। দিনকয়েক আগে কালীঘাটে দলের সাংগঠনিক বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতাদের ওই মিছিলের কথা জানিয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই এই মিছিলের কাজ চলছে।
