Tuesday, November 11, 2025

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মা আসবেন মর্তে। তাই পাড়ায় পাড়ায় বা বলা ভাল মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তার মধ্যেই আজ, বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনে ‘কলকাতাশ্রী’-র ঢাকে কাঠি পড়ে গেল। আর ‘কলকাতাশ্রী’-র উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ দেবাশিস কুমার।

এদিন শাল ও পুস্পস্তবক দিয়ে সৌরভকে সংবভর্ধনা দেওয়া হয়। একইভাবে সম্মান জানানো হয় মহানাগরিক ও মেয়র পারিষদকেও। এই উদ্বোধনের পর থেকে কলকাতার সমস্ত পুজো কমিটিগুলি ‘কলকাতাশ্রী;’-তে অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম নথিভূক্ত করতে পারবে। তবে মেয়র পারিষদ দেবাশিষ কুমার এদিন এই বিষয়ে জানিয়েছেন যে, ‘কলকাতাশ্রী’-তে মেয়র ফিরহাদ হাকিমের পুজো অর্থাৎ চেতলা অগ্রণী, দেবাশিষ কুয়ারের পুজো অর্থাৎ ত্রিধারা সম্মেলনী এবং এমআইসি-র পুজোগুলি অংশগ্রহণ করতে পারবে না।

আরও পড়ুন – শহরে এসে ধোনি প্রেমের কথা জানালেন পন্থ, বললেন প্রোটিয়াদের বিরুদ্ধেও লড়ার জন্য প্রস্তুত

‘কলকাতাশ্রী’-র উদ্বোধনে এসে মহারাজ একেবারে আপ্লুত। সৌরভ বলেন, ‘দুর্গা পুজো মানেই একটা আলাদা সেন্টিমেট, আলাদা আবেগ। শরৎকাল এলেই মনটা পুজো পুজো করে। ‘কলকাতাশ্রী’ পুজোর এক বড় সম্মান। ফিরহাদ হাকিমের সঙ্গে আমার পঁচিশ বছরের পুরনো সম্পর্ক। ববিদা আমায় ডেকেছে আজ এখানে, সেটা আমার জন্য বিরাট ব্যাপার। মুম্বইয়ে আমার যেসব বন্ধু আছে, যাদের সঙ্গে আমি ক্রিকেট খেলতাম, তাদের আমি সব সময় বলি, তোমরা গণপতি নিয়ে এত মাতামাতি কর, তোমর একবার দুর্গা পুজোতে কলকাতায় এসো, তাহলে দেখবে কত আবেগ এখানে। গোটা শহরের চেহারাটাই বদলে যায়। টিভি দেখে এই সেন্টিমেন্ট বোঝা যাবে না। কলকাতায় পায়ে হেঁটে দুর্গা পুজো না দেখলে এই আবেগ বোঝা সম্ভব নয়। তাই আমি বলব, প্রত্যেক বছরের মতো এবারও সকলের পুজো ভাল কাটুক। সকলকে আমার আগাম শারদ শুভেচ্ছা।’

এদিন ‘কলকাতাশ্রী’-র মঞ্চ থেকে ঢাক বাজাতেও দেখা যায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে। সৌরভের ঢাকের তালে যেন এদিন থেকেই মহানগরের আকাশে-বাতাসে পুজোর গন্ধ মিশে গিয়েছে।

আরও পড়ুন – এবার টেস্টেও ওপেন করুক রোহিত, পরামর্শ সৌরভের

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version