শেষকৃত্য নিয়ে কাটল জট

অবশেষে মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে টানাপোড়েনের অবসান। পুলিশ বিজেপি ও স্বরূপের পরিবারের বোঝাপড়ায় রাত ১১টা নাগাদ গ্রামের দেহ নিয়ে যাওয়া হয়। বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী পথনির্দেশিকা মধ্য দিয়ে নানুরের রামকৃষ্ণপুর গ্রামে মৃত বিজেপি কর্মী দেহ নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে গ্রামে জান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেতা অনুপম হাজরা, বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল। রওনা দেওয়ার আগে মহকুমা হাসপাতালের সামনে বিজেপি নেতৃত্ব তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে শোক মিছিল হয় এলাকায় এবং দুপুরে শেষকৃত্য সম্পূর্ণ হবে কাটোয়ার উদ্ধারনপুর গঙ্গা ঘাটে।