বৃষ্টি ভেজা মহানগর, দোসর জোড়া মিছিল

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বুধের পরে বৃহস্পতিবারও সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উপকূলের ৪ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি। টানা বৃষ্টি হতে পারে উত্তরের পাঁচজেলাতে।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ অঞ্চল থেকে জামশেদপুর, দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এসেছে। এরজের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ফলে আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি, বৃহস্পতিবার, মহানগরের মধ্য থেকে উত্তর একাধিক রাজনৈতিক মিছিল। বৃষ্টি ও জোড়া মিছিলে যানজটের আশঙ্কায় যাত্রীরা।
তবে, বৃষ্টির প্রভাবে কলকাতা সহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। এদিনের, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

Previous articleডিসেম্বরে ফের পর্দায় আসছেন চুলবুল পাণ্ডে
Next articleবেলগাছিয়া স্টেশনে ফের মেট্রোর সামনে মারণঝাঁপ