Saturday, November 15, 2025

আজ 12ই সেপ্টেম্বর, কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন । 1984-এ এইদিনে কল্যানীর কাছে মূর্তিপুর গ্রামে মামারবাড়িতে জন্মে ছিলেন বিভূতিভূষণ।

আমার কিন্তু আজও পথের পাঁচালী দেখা হয়ে ওঠেনি । আমার পথের পাঁচালী নিজে থেকেই কল্পনার জগতে রং লাগিয়ে দেয় যখন তখন আমার বয়স দশ কি এগারো । ক্লাস ফোরে বা ফাইভে আমার পাঠ্য ছিল আম আঁটির ভেঁপু-র একটা ছোট্ট অংশ, তাও বাংলা গল্প সংকলনে। কিন্তু আমি বায়না ধরলাম পুরো পথের পাঁচালী আমার চাই । ওরম সংক্ষিপ্ত ভার্সান আমি পড়বো না। আমার মা বাবা আরো সরেস। আস্ত অপু ট্রলজিটাই দিয়ে দিল উপহারে । ফলে পড়ার দুপুর কখন যে খেলার দুপুরে বদলে গেল আবার কখন যে ভদ্রলোক আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেল বুঝতে পারলাম না । নাইনে যখন সত্যি আম আঁটির ভেঁপু পাঠ্য বই হয়ে এল ততদিনে আমার পানসি অক্রুর সংবাদ ছাড়িয়ে কাজলকে অবধি চিনতো। তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে চোখের সামনে দিব্য তাদের কাজকর্ম দেখতে পেতাম ।


তবে বিভূতিভূষণের সঙ্গে প্রথম আলাপ ক্লাস টু থ্রিতে। জন্মদিন বা নতুন ক্লাসে উঠলে মা বাবা বই কিনে দিত। সেবার বইটা দিয়েছিল আরো একটা ক্লাসিকের সঙ্গে । বইটার নাম চাঁদের পাহাড় ।তারপর আমার ইট কাঠ চূণ সুড়কির শহরে কেঁচো দেখেও ব্ল্যাক মাম্বার বাচ্চা দেখা বা দিনে দুপুরে ভেবে নেওয়া যে হাতির পাল হয়তো হুড়মুড় করে ঘরে ঢুকে পড়েছে তার থ্রিল যে কি তা যারা ঐ অবস্থায় না পড়েছে তারা ঠিক বুঝতে পারবে না ।
আর এভাবেই আমার মত শত শত কিশোর মনে জন্ম নিয়েছিল আরো অপু, যার রচয়িতাও স্বয়ং বিভূতিভূষণ । তাই ছেলেবেলার জয় যাতে বুঁদ, এই বুড়োবেলায়ও যার পরিধি আমাকে স্নিগ্ধ করে তোলে, তার জন্যই তো লেখা যায়-

পথ হারালেন অপূর্ব যে জয় নামের এক দুর্বিপাকে ।।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version