নগ্ন অবস্থায় রাস্তায় দৌড় ধর্ষিতার! বাকিটা জানলে চমকে উঠবেন

প্রতীকী

বন্ধুদের সঙ্গে মেলা দেখে ফিরছিল সে। তখনই রাস্তা আটকানো হলো। এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে তিন ব্যক্তি। তাদের হাত থেকে প্রাণ বাঁচতে নগ্ন অবস্থাতেই রাস্তায় দৌড়ল ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারায়।

জানা গিয়েছে, দুই বন্ধুর সঙ্গে মেলা থেকে বাড়ি ফিরছিল ওই কিশোরী। মাঝরাস্তায় তাদের পথ আটকায় তিন মদ্যপ ব্যক্তি। কিশোরীকে অপহরণ করে তারা। ঘটনাস্থল থেকে দৌড়ে স্থানীয় দোকানদারদের গোটা বিষয়টি জানায় কিশোরীর বন্ধুরা। প্রত্যক্ষদর্শী এক দোকানদার জানিয়েছেন, ঘটনাস্থলের কাছে গিয়ে দেখা যায়, ওই কিশোরীকে মারধর করছে তিন দুষ্কৃতী। তাঁদের দেখতে পেয়েই চম্পট দেয় তিনজন।

অন্যদিকে, আতঙ্কিত কিশোরী নগ্ন অবস্থাতেই রাস্তায় ছুটতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিল। দুষ্কৃতীদের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতেই সে নগ্ন অবস্থায় দৌড়াতে থাকে। ঘটনার তদন্তে নেমে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-“গণশক্তি”তে ফিরল নেওটিয়াদের বিজ্ঞাপন

 

Previous article“গণশক্তি”তে ফিরল নেওটিয়াদের বিজ্ঞাপন
Next articleযাত্রীদের জন্য সুখবর: হামসফর ট্রেনে বাতিল এই স্কিম