Sunday, January 18, 2026

বাইপাসে আলাদা ‘সাইকেল-লেন’-এর দাবিতে সাইকেল-যাত্রার ডাক

Date:

Share post:

ইএম বাইপাসে সাইকেল-চালকদের জন্য আলাদা লেন করার দাবি দীর্ঘদিনের। ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে বাইপাসে সাইকেল চালাতে হয়। আলাদা ‘সাইকেল-লেন’ চালু করার দাবিতে আগামী 22 সেপ্টেম্বর বাইপাসে এক সাইকেল-যাত্রার আয়োজন করেছে ‘কলকাতা সাইকেল সমাজ’। উদ্যোক্তাদের বক্তব্য, ভারত সরকারের উদ্যোগে ‘BUS RAPID ট্র্যানজিট সিস্টেম’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2010 সালে।কলকাতার ইএম বাইপাস এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায়। ওই প্রকল্প অনুসারে, প্রথম ধাপে উল্টোডাঙা থেকে পাটুলি-ঢালাই ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে 15 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। 30 মিটার চওড়া ওই রাস্তার দু’দিকেই থাকবে সাড়ে 3 মিটার করে চওড়া ‘সাইকেল লেন’। প্রকল্পের দায়িত্বে রাজ্যের কেএমডিএ সংস্থা। দুর্ভাগ্যের কথা, 2014 সালে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি। আর সাইকেল লেনের কাজ হয়েছে এক-তৃতীয়াংশ। ফলে সাইকেল আরোহীরা প্রাণের ঝুঁকি নিয়ে তীব্র গতিতে চলা বাস রাস্তার ধার ধরে যেতে বাধ্য হচ্ছেন।

এই ‘সাইকেল-লেন’ সম্পূর্ণ করার দাবিতে ‘কলকাতা সাইকেল সমাজ’-এর উদ্যোগে আগামী 22 সেপ্টেম্বর, ‘বিশ্ব গাড়ি-হীন দিবস’-এ, সকাল 7টায় বাইপাসের অজয়নগর মোড় থেকে উল্টোডাঙা হয়ে আবার অজয় নগর পর্যন্ত সাইকেল-যাত্রার ডাক দিয়েছে। উদ্যোক্তাদের তরফে সর্বস্তরের সাইকেল-প্রেমীদের স্বাগত জানানো হয়েছে এই যাত্রায়।

আরও পড়ুন-ফের হিন্দির পক্ষে সওয়াল, সরব অমিত

 

spot_img

Related articles

কালনা থেকে কলকাতা, এবছর তুঙ্গে ‘কিউট সরস্বতী’র চাহিদা

বলতে গেল সরস্বতী প্রতিমার মুখশ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) কৃতিত্বে বাঙালির চেনা বাগদেবীর মুখের আদলে এবার নয়া মেকওভার!...

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে 'সেবাশ্রয় ২.০' (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি...

কুয়াশায় দৃশ্যমান্যতার অভাব, রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন...

আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

'আবার জিতবে বাংলা কর্মসূচি'তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা...