বাইপাসে আলাদা ‘সাইকেল-লেন’-এর দাবিতে সাইকেল-যাত্রার ডাক

ইএম বাইপাসে সাইকেল-চালকদের জন্য আলাদা লেন করার দাবি দীর্ঘদিনের। ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে বাইপাসে সাইকেল চালাতে হয়। আলাদা ‘সাইকেল-লেন’ চালু করার দাবিতে আগামী 22 সেপ্টেম্বর বাইপাসে এক সাইকেল-যাত্রার আয়োজন করেছে ‘কলকাতা সাইকেল সমাজ’। উদ্যোক্তাদের বক্তব্য, ভারত সরকারের উদ্যোগে ‘BUS RAPID ট্র্যানজিট সিস্টেম’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2010 সালে।কলকাতার ইএম বাইপাস এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায়। ওই প্রকল্প অনুসারে, প্রথম ধাপে উল্টোডাঙা থেকে পাটুলি-ঢালাই ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে 15 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। 30 মিটার চওড়া ওই রাস্তার দু’দিকেই থাকবে সাড়ে 3 মিটার করে চওড়া ‘সাইকেল লেন’। প্রকল্পের দায়িত্বে রাজ্যের কেএমডিএ সংস্থা। দুর্ভাগ্যের কথা, 2014 সালে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি। আর সাইকেল লেনের কাজ হয়েছে এক-তৃতীয়াংশ। ফলে সাইকেল আরোহীরা প্রাণের ঝুঁকি নিয়ে তীব্র গতিতে চলা বাস রাস্তার ধার ধরে যেতে বাধ্য হচ্ছেন।

এই ‘সাইকেল-লেন’ সম্পূর্ণ করার দাবিতে ‘কলকাতা সাইকেল সমাজ’-এর উদ্যোগে আগামী 22 সেপ্টেম্বর, ‘বিশ্ব গাড়ি-হীন দিবস’-এ, সকাল 7টায় বাইপাসের অজয়নগর মোড় থেকে উল্টোডাঙা হয়ে আবার অজয় নগর পর্যন্ত সাইকেল-যাত্রার ডাক দিয়েছে। উদ্যোক্তাদের তরফে সর্বস্তরের সাইকেল-প্রেমীদের স্বাগত জানানো হয়েছে এই যাত্রায়।

আরও পড়ুন-ফের হিন্দির পক্ষে সওয়াল, সরব অমিত