‘স্বপ্নের উড়ান’ এ চড়তে অবশ্যই আসতে হবে দর্জি পাড়ায়

যখন সময় থমকে দাঁড়ায় , নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন- স্বপ্ন -স্বপ্ন, স্বপ্ন দেখে মন,,,,, এবার সেই স্বপ্নই দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে মেতে উঠেছে দর্জিপাড়া। ইট- কাঠ -পাথর- কংক্রিটের নাগপাশ এর মাঝে স্বপ্নের উড়ানে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে চায় এই পুজো কমিটি।

88 বছরের পুজোয় এবার তাদের থিম ‘স্বপ্নের উড়ান’। যা দেখলে পুজোর আনন্দ অনুভূতি আপনার মনকে স্নিগ্ধ করতে বাধ্য। আসলে আমরা সবাই কংক্রিটের বেড়াজাল থেকে একটু খোলা আকাশের নিচে, শুদ্ধ বাতাস আর সবুজের মাঝে নিজেদের অন্যভাবে পেতে চাই। উৎসবের 4 দিনে আমাদের সেই স্বপ্নকেই পূরণ করতে উদ্যোগী হয়েছে দর্জি পাড়া পূজা কমিটি। আসলে থিম বৈচিত্র্যের প্রতিযোগিতার মধ্যেও সবুজের পক্ষে পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন তারা। এ কারণে বেছে নিয়েছেন এবারের পুজোর থিম। এই থিমকে যিনি রূপদান করছেন সেই থিম শিল্পী প্রবীর সাহা বলেন, পুজোর মাধ্যমেই আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে চাই। পরিবেশ বাঁচানোর বার্তা। এর সঙ্গে পাল্লা দিয়ে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। দায়িত্বে রয়েছেন সৌমেন পাল। বাড়তি পাওনা হিসেবে থাকছে আবহসঙ্গীত। দায়িত্ব সামলাচ্ছেন প্রবীরবাবু নিজেই। তাই এবারের পুজোয় দর্জি পাড়ায় আসতে কিন্তু ভুলবেন না। যদি না আসেন অবশ্যই মিস করবেন নান্দনিক শিল্পকর্ম।

আরও পড়ুন-বাইপাসে আলাদা ‘সাইকেল-লেন’-এর দাবিতে সাইকেল-যাত্রার ডাক

 

Previous articleজমজমাট প্রাক শারদীয়া তাঁতের হাট
Next articleরাজ্যসভা থেকে কোনও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ মেলেনি, ক্ষুব্ধ তৃণমূল