বোমার আঘাতে মৃত লাদেন পুত্র, নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেন লাদেন পুত্র হামজা বিন লাদেন মৃত। আফগানিস্তান পাকিস্তান বর্ডারে জঙ্গি দমন অভিযান চলাকালীন বোমার আঘাতে মৃত ওসামা বিন লাদেন পুত্র হামজা বিন লাদেন। হামজা মারা যাওয়ার কয়েক সপ্তাহ পরে এই রিপোর্ট সামনে এল।