Monday, May 19, 2025

শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীতে একটি বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল কোম্পানির মালিকানা নিয়ে বিতর্কে নতুন মোড় নিল। মালিকানার দাবিদার হিসেবে রমাকান্ত বর্মন নামে এক ব্যক্তি শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, এই কোম্পানির অন্য অংশীদার তাঁতিয়া গ্রুপ তার কাছে হস্তান্তর করেছে। সেই মত তিনি তাঁতিয়া গ্রুপের প্রতিনিধিদের প্রাপ্য অর্থও দিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও তাঁতিয়া গ্রুপ তাঁকে ফ্যাক্টরি চালাতে বাধা দিচ্ছে। রমাকান্ত বর্মন নামে ওই ব্যক্তি এই অভিযোগ করার পাশাপাশি এই ঘটনায় পর্যটন মন্ত্রী গৌতম দেবও অনৈতিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি জটিল করে তুলেছেন বলেও অভিযোগ করেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ নম্বরেও জানিয়েছেন বলে দাবি করেন রমাকান্তবাবু।

তাঁর এই অভিযোগ করার 24 ঘন্টার মধ্যেই তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী পাল্টা সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, ওই কোম্পানির সঙ্গে রমাকান্ত বর্মন কোনও ভাবেই যুক্ত নন। তার নাম এই কোম্পানির অংশীদারিত্ব বা মালিকানা কোথাও নেই। তবু তিনি সাংবাদিক সম্মেলন করে কোনও তথ্য পেশ বা প্রমাণ ছাড়াই একতরফা দাবি করার পাশাপাশি তিনি পর্যটনমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফোন করার কথা জানিয়ে আদালতকে প্রভাবিত করতে চেয়েছেন। এর রেশ দরে অয়নবাবু সাংবাদিকদের কাছে আবেদন জানান, যেহেতু ওই কোম্পানির অংশীদারিত্ব নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। তাই এই প্রেক্ষাপটে রমাকান্তবাবুর সাংবাদিক সম্মেলনে একতরফা দাবির উপর ভিত্তি করে কোনও সংবাদ পরিবেশন না করাটাই উচিত। কেননা রমাকান্ত বর্মন যে অভিযোগ করেছেন তা এক ধরনের আদালতকে প্রভাবিত করার চেষ্টা।’ এই কোম্পানির মালিকানা নিয়ে যেহেতু ছ’ টি মামলা রুজু হয়েছে তাই খবর করার ক্ষেত্রে এই মামলাগুলির অভিযোগও প্রাধান্য পাওয়া উচিত বলেই মনে করছেন তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন, কোনও সংবাদমাধ্যম একতরফা খবর করে থাকলে তা নীতিগতভাবে ঠিক নয়। কেননা বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন এবং বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে সেই প্রেক্ষাপটে একজনের বক্তব্যের উপর ভিত্তি করে একতরফা খবর আদালত অবমাননার পাশাপাশি এই মামলাগুলি কে প্রভাবিত করার চেষ্টার মধ্যেও পড়ে।

Related articles

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...
Exit mobile version