ঘটতে পারতো বড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রাসেল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জামাইকা টালওয়াহর হয়ে ব্যাট করার সময় সেন্ট লুসিয়া জকসের বোলার হার্দাস ভিলজোয়েনের বাউন্সার সপাটে আঘাত করে রাসেলের ডান কানের পাশে। টিমের ডাক্তার মাঠে ছুঁটে যান।

রাসেল প্রথমে চোট গুরুতর নয় ভেবে ফের ব্যাট করার জন্য তৈরি হন। কিন্তু তিনি বুঝতে পারেন, চোট বেশ গুরুতর। হেঁটেই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডারটি। কিন্তু ড্রেসিংরুমে পৌঁছাতে পারেননি। স্ট্রেচারের সাহায্যে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানান, চিন্তার কিছু নেই। রাসেল কিছুদিনের মধ্যেই মাঠে ফিরবেন।

আরও পড়ুন-কোথায় রাজীব কুমার? সাদা পোশাকে নজর সিবিআইয়ের