Monday, November 3, 2025

অপারেশন থিয়েটার। নামটা শুনলে বেশিরভাগের মনেই আতঙ্ক দেখা দেয়। সেখানে মাত্র ছ’বছরের খুদে চিকিৎকদের গান গেয়ে শোনাল। সে কিন্তু একটা গান গেয়ে থামেনি। পরপর দুটো গান গেয়ে চিকিৎসকদের মুগ্ধ করে সিউড়ির অনন্য চক্রবর্তী।

সিউড়ি শহরের পাইক পাড়ার বাসিন্দা অনন্য মাস কয়েক ধরে ফাইমোসিস রোগে ভুগছিল। চিকিৎসককে দেখানোও হয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়া নিরাময় সম্ভব নয় বলেই জানান চিকিৎসকরা দীপককুমার মুখোপাধ্যায়। সেই মতো চারদিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনন্যকে। নির্দিষ্ট সময়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে।

শরীরের যে অংশে অস্ত্রোপচার করা হবে সেই জায়গাটা অবশ করে দেন চিকিৎসকরা। এরপর শুরু হয় অস্ত্রোপচার। চিকিৎসকরা সেই সময় অনন্যকে গান শোনাতে বলেন। সঙ্গে সঙ্গে গান শোনাতে শুরু করে দেয় ছ’বছরের খুদে। প্রথমেই গুনগুনিয়ে ওঠে ‘টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে। চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে’। কয়েক মিনিট পর গানটি শেষ হয়ে গেলে চিকিৎসকরা জানতে চান আর কোনও গান জানে কি না? অনন্য সঙ্গে সঙ্গে তার স্কুল সরোজিনীদেবী শিশু মন্দিরে প্রতিদিন যে মাতৃবন্দনা করানো হয়, সেই গান শুরু করে দেয়। অপারেশনের পরে পেরিয়ে গিয়েছে চারটি দিন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অনন্য। গানই এখন তার সুস্থ হয়ে ওঠার মূল পথ্য।

আরও পড়ুন-পুজোর গানের অ্যালবাম “ভালোবেসে” শুনুন, ফাটিয়ে দিয়েছে

Related articles

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...
Exit mobile version