Wednesday, November 19, 2025

রাজীব কুমারের জন্য CBI আজ, রবিবারও CGO কমপ্লেক্সে অপেক্ষা করছে। আইনি জটিলতা এড়াতেই বাড়তি এই 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে বলে CBI সূত্রের খবর।

শনিবার রাজীব কুমার না আসার পরেই CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব শীর্ষ অফিসারদের একটি দল নিয়ে আইনজীবী ওয়াই জে দস্তুরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। সেখানেই চূড়ান্ত হয়েছে, রাজীব কুমারকে CGO কমপ্লেক্সে আসার জন্য বাড়তি একদিন সময় দেওয়া হবে। রাজীব এলে ভালো, না এলে
CBI সোমবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্যের বর্তমান গোয়েন্দা কর্তার বিরুদ্ধে। প্রসঙ্গত হাইকোর্ট রাজীবের রক্ষাকবচ ফিরিয়ে নেওয়ার পর শনিবারই রাজীবকে CBI দফতরে তলব করা হয়েছিলো।তদন্তকারীরা দিনভর অপেক্ষা করেও দেখা পাননি রাজীবের। জানা গিয়েছে, রাজীব কুমারের আইনজীবী ই-মেল করে আরও এক মাস সময় চেয়েছেন CBI-এর কাছে। কিন্তু সেই আবেদন CBI সঙ্গে সঙ্গে খারিজ করেছে।

বস্তুত, রাজীব নিজেই যে পরিস্থিতি সৃষ্টি করেছেন তাতে তাঁকে হেফাজতে নেওয়া ছাড়া বিল্প কোনও পথ আর খোলা নেই কেন্দ্রীয় তদন্তকারীরা সামনে।
সারদা-মামলার তদন্তে ধারাবাহিকভাবে অসহযোগিতা করে চলেছেন রাজীব কুমারকে। তবুও ‘দক্ষ’ এই অফিসারকে গ্রেফতার করতে রীতিমতো হোমওয়ার্ক চালাচ্ছেন CBI কর্তারা। আইনের সমস্ত খুঁটিনাটি দিক দেখে নিয়েই চূড়ান্ত পদক্ষেপ করবে CBI আধিকারিকরা। রাজীব কুমার এখনও গোপন ডেরায় রয়েছেন। তাঁর সমস্ত ফোন বন্ধ, এমনকি তাঁর দেহরক্ষীর ফোনও বন্ধ। CBI নিশ্চিত, সোমবার আদালতে আগাম জামিনের আবেদন করবেন রাজীব কুমার। একাধিক আদালতে ক্যাভিয়েট করে রেখেছে CBI, যাতে একতরফা শুনানি না হয়।
তবে জানা গিয়েছে, CBI এই মুহূর্তে সলতে পাকাচ্ছে সোমবারের জন্যই।

Related articles

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলায় ৮২০০ কোটি টাকার বিনিয়োগ প্রসূনের ইউনিভার্সাল সাকসেসের

বাংলায় বিপুল বিনিয়োগ করছে বাঙালী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের (Prasun Mukharjee) ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ (USEL)। এবিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

রাজ্যে শিক্ষক নিয়োগে নতুন দিশা। এসএসসির পর প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West...

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের...
Exit mobile version